সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জৈন্তাপুরের কাছে ধরাশায়ী ফেঞ্চুগঞ্জ

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জৈন্তাপুরের কাছে ধরাশায়ী ফেঞ্চুগঞ্জ

সিলেটে জৈন্তাপুরের কাছে ধরাশায়ী হয়েছে ফেঞ্চুগঞ্জ। তাও ব্যবধান বিশাল।

 

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ‘সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের’ রবিবার (১৭ আগস্ট) বিকেলে অনুষ্টিত ম্যাচে ৬-২ গোলের ব্যবধানে জয়লাভ করে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। ৪ গোলের ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

 

সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্টিতব্য এ টুর্নামেন্টে সিলেট সিটি কর্পোরেশনসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে।

 

সোমবার (১৮ আগস্ট) একই মাঠে একই সময়ে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল মোকাবেলা করবে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের।

সংবাদটি শেয়ার করুন