সিলেটে জৈন্তাপুরের কাছে ধরাশায়ী হয়েছে ফেঞ্চুগঞ্জ। তাও ব্যবধান বিশাল।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ‘সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের’ রবিবার (১৭ আগস্ট) বিকেলে অনুষ্টিত ম্যাচে ৬-২ গোলের ব্যবধানে জয়লাভ করে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। ৪ গোলের ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্টিতব্য এ টুর্নামেন্টে সিলেট সিটি কর্পোরেশনসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে।
সোমবার (১৮ আগস্ট) একই মাঠে একই সময়ে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল মোকাবেলা করবে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের।