ফাঁসিতেও হাসিমুখে যাব,তবু এই দেশ ছাড়ব না: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার তোফায়েল মোস্তফা।

 

 

এ কে আজাদ গোয়াইনঘাট সিলেট ||

নিজেকে নির্দোষ দাবি করে বন্ধুদের উদ্দেশে আবেগঘন বার্তা —পালিয়ে যাওয়ার জন্য রানা জন্মায়নি।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার রানা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। সেনা হেফাজতে নেওয়ার আগে তিনি বন্ধুদের উদ্দেশে এক আবেগঘন বার্তা পাঠান, যা সোমবার সকালে তার মেয়ে রামিশা মোস্তফা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

 

রামিশা তার পোস্টে লেখেন, বাবা হেফাজতে যাওয়ার আগে বন্ধুদের উদ্দেশে এই বার্তাটি পাঠিয়েছিলেন। আমি শুধু চাই সবাই যেন জানে— তিনি শান্ত, দৃঢ় এবং নিজের সততায় বিশ্বাসী।

 

বন্ধুদের উদ্দেশে প্রেরিত বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা লিখেন—

 

বর্তমানে আমি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী— ইনশাআল্লাহ, সবকিছু শেষে আবারও দেখা হবে। কোনো একদিন জিন্দাবাজার বা আম্বরখানার কোনো রেস্টুরেন্টে বসে একসঙ্গে চা খাওয়ার অপেক্ষায় থাকব।

 

তিনি আরও লেখেন, সেনাবাহিনীতে যোগদানের আগে কিংবা তরুণ বয়সে বিদেশে পড়াশোনা ও স্থায়ীভাবে মাইগ্রেশনের সুযোগ থাকা সত্ত্বেও আমি নিজ ইচ্ছায় দেশে থেকেছি। ইনশাআল্লাহ, শেষ নিশ্বাস পর্যন্ত এই দেশেই থাকব। প্রয়োজনে ফাঁসিতেও হাসতে হাসতে যাব— তবুও এদেশে রয়ে যাব।

 

নিজেকে নির্দোষ দাবি করে তোফায়েল মোস্তফা বলেন,আমার জ্ঞান অনুযায়ী আমি কারও ক্ষতি করিনি, ক্ষমতার অপব্যবহারও করিনি। তাই এটিকে আমি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবে দেখছি। অনেক মহৎ মানুষকেও আল্লাহ পরীক্ষা করেছেন। আমি একজন সাধারণ মানুষ— তবুও এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ আমাকে মানুষ ও পৃথিবীকে নতুনভাবে চেনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

 

বন্ধুদের উদ্দেশে দোয়া চেয়ে তিনি আরও লেখেন,

যদি মনে করো আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই, তাহলে আমার জন্য দোয়া করবে যেন সসম্মানে তোমাদের মাঝে ফিরতে পারি। আর যদি আমি দোষী হই, তাহলেও দোয়া করবে যেন ন্যায্য শাস্তি পাই। শুধু চাই, মিডিয়া প্রেসার বা প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়— এতে জুলাই শহিদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।

 

শেষে নিজের দৃঢ় অবস্থান জানিয়ে তিনি লেখেন,

পালিয়ে যাওয়ার জন্য রানা জন্মায়নি। সৎ সাহস নিয়ে হাসিমুখে যেকোনো পরিণতি বরণ করার মতো নৈতিক দৃঢ়তা আমার রয়েছে। ইনশাআল্লাহ।

 

ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার রানা দেশের একজন সৎ, নীতিবান ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 

সূত্র: রামিশা মোস্তফার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ও পারিবারিক সূত্র।