জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সারাদেশের মতো সিলেটের জকিগঞ্জ উপজেলায়ও শুরু হয়েছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকাদান কর্মসূচি। গতকাল ১২ অক্টোবর শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ হলেও এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। তিনি বলেন, “এই টিকা পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এবং নিরাপদ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ টাইফয়েড ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় সময়মতো শিশুদের এই টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জকিগঞ্জ উপজেলার প্রায় ৮৫ হাজার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরকে টিকা প্রদান করা হবে।

 

মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনের প্রথম ১০ কর্মদিবসে উপজেলার সব স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ কর্মদিবসে ওয়ার্ডভিত্তিক নির্ধারিত টিকাদান কেন্দ্রে পাঁচ বছরের নিচে থাকা শিশুদের টিকা দেওয়া হবে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস.এম আব্দুল আহাদ জানান, অভিভাবকদের সময়মতো টিকাদান কেন্দ্রে নিয়ে এসে এই কর্মসূচিকে সফল করতে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়েছে।