নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: হাসুক রোগী- বাচুক প্রাণ- আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে প্রায় চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ সাবেক ইসলামী ব্যাংক এর নিচতলা, সেলিম কনফেকশনারি’র সামনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সিএনজি চালক ও পথচারীরা উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ডও প্রদান করা হয়।

 

ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে আর্থিক ভাবে সহযোগিতা করেন নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলু মিয়া তালুকদার।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদ মিয়া। ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলী, ইন্ট্রিগেটেড ফিজিশিয়ান কাজল নাথ, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা আবুল কালাম মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, দপ্তর সম্পাদক এম সফর আলী, কার্যকারী সদস্য হাজি লুৎফুর রহমান, আব্দুল হেলিম, সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ, এস ডি নিউটন, সৈয়দ শোয়েব আলী, জাহিদ হাসান জয়, সোমা আক্তার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলু মিয়া বলেন, রক্তদান একটি মহৎ কাজ, রক্ত দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই।

 

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে।