সিলেট :: জকিগঞ্জ: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, শাবিপ্রবির সাবেক শাকসু জেনারেল সেক্রেটারি, বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পরিচিত মুখ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মোঃ নুরুজ্জামান জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

 

সম্প্রতি তিনি জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ, থানাবাজার, গঙ্গাজল, শরীফগঞ্জ, বারঠাকুরী, সোনাসার, কালিগঞ্জ, আটগ্রাম, শাহগলি বাবুর বাজারসহ একাধিক বাজার ও জনবহুল এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরশ্রী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য মুস্তাক আহমদ প্রমুখ।

 

অধ্যাপক জামান বলেন, “লন্ডনে রাজনৈতিক বিশ্লেষণ করাকালীন সময়ে সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে কথা বলায় আমাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। আমি মাটি ও মানুষের জন্য কাজ করতে এসেছি।”

 

তিনি অভিযোগ করে বলেন, “স্বাধীনতার পর থেকে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ ধানের শীষে ভোট দিলেও বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখানে নদী ভাঙন, মাদক সমস্যা, শিক্ষার দুরবস্থা ও কর্মসংস্থানের অভাব চরম আকার ধারণ করেছে।”

 

তিনি আরও বলেন, “জকিগঞ্জে ফিরে জানতে পারি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার নেই। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো।”

 

স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী, “অধ্যাপক জামানের মতো শিক্ষিত ও উদার মানসিকতার মানুষ জকিগঞ্জ-কানাইঘাট থেকে নির্বাচিত হলে উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে এবং একটি শিক্ষিত জাতি গড়ে উঠবে।”