জৈন্তাপুর সংবাদদাতা :: আনন্দ-উল্লাস আর উৎসব মুখর পরিবেশে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়ন ছাত্রদলের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জমায়েত হয়ে পকৃতি কন্য জাফলং অভিমুখে যাত্রা শুরু করে ছাত্রদলের সদস্যদের বহর। পাহাড়, ঝরনা আর সবুজ প্রকৃতির মনোরম সৌন্দর্যে ঘেরা জাফলংয়ে দিনব্যাপী এই আনন্দ ভ্রমণ ছিল উৎসবমুখর।

বনভোজন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, সোলেমান আহমেদ।
এছাড়াও সফরে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী, সাধারণ সম্পাদক মুসলিম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, ইউনিয়ন পরিষদের সদস্য মোদাচ্ছির আহমদ, মইনুল ইসলাম মেম্বার, জৈন্তাপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য নুরুল হক,নাজিম আহমদ, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আজির উদ্দিন,বি এন পি নেতা এবাদ মেম্বার উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীনসহ তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দিনব্যাপী এই ভ্রমণে ছিল সীমান্ত, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, প্রীতি আড্ডা ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা। তরুণ ছাত্রনেতারা জানান, রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।
প্রকৃতি আর বন্ধুত্বের মেলবন্ধনে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে জানায় অংশগ্রহণকারীরা।