জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি বাজারে শুক্রবার (১০ অক্টোবর) ৩নং পূব জাফলং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক গনসংযোগ ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবি পরিষদের সহ সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ডা. আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মন্জুর আহমদ।

এছাড়া আরো বক্তব্য রাখেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, ছাত্র শিবির নেতা শাকিল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি ইমরান হোসেন, তামাবিল স্থলবন্দর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, তামাবিল পাথর চুনাপাথর ট্রেড ইউনিয়নের সভাপতি মনির আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং অতীতের সকল গুম-খুন ও গণহত্যার বিচার করতে হবে। জামায়াত সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামী দিনে জনগণ পুনরায় জামায়াতের প্রতি আস্থা রাখবে।”তিনি আরও বলেন,সিলেটের পাথর কোয়ারিগুলো পরিবেশবান্ধব উপায়ে চালুর মাধ্যমে শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এসময় তামাবিল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন নেতা মনির হোসেনের নেতৃত্বে প্রায় শতাদিক শ্রমিক ও সাধারণ জনতা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে নবযোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন আলহাজ্ব জয়নাল আবেদীন সহ অতিথিবৃন্দ।