কোম্পানীগঞ্জ  সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

স্থানীয়রা জানান, তাদের বাড়ি কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের রহমতনগর (কালিবাড়ি) গ্রামে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে শিশুটি।

 

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে প্রতিবেশী অভিযুক্ত অজি উদ্দিন (৩৫) রহমতনগরে তাঁর নিজের দোকানে ডেকে নিয়ে হাত-পা, মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এরপর গত সোমবার থানায় এসে মামলা করেন ভিকটিমের মা।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ বিষয়টি নিশ্চিত করে  জানান, শিশুটির মা বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ খুঁজছে।