জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি-১৪১৮) এর অন্তর্ভুক্ত চিকনাগুল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে বিকাল ৪টার পর প্রধান নির্বাচন কমিশনার ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহযোগী নির্বাচন কমিশনার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও মাহবুব মিয়া মবুর উপস্থিতিতে ব্যালট বাক্স উন্মুক্ত করে গণনা সম্পন্ন করা হয়।

 

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী তার মধ্যে আলাউদ্দিন আলাই (আনারস প্রতীক) নিয়ে ১৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আহমেদ (গোলাপ ফুল প্রতীক) ৩৪ ভোটের কাছে পরাজিত হলে, শাহীন আহমেদ সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত হন।

 

এছাড়া কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিতরা হয়েছে সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ, সহ-সভাপতি মুজিব আহমদ, সহ-সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ সাদ্দাম, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, সদস্য আনোয়ার হোসেন।

 

ফলাফল ঘোষণার পর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুহিম নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।