আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধ ।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে লাখাই থানার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল থানা মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের, পুজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী সভাপতিত্বে ওসি তদন্ত কৃষ্ণ রায়ের সঞ্চালনা করেন প্রধান অতিথি হিসেবে ভো রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি

 

মতবিনিময় সভায় লাখাই উপজেলার ৬৫টি দুর্গাপূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটি সদস্য আশীষ দাশ গুপ্ত লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী ও সাধারণ সম্পাদক সম্পদ রায়, অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে ছিল—প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারকরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি।

 

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।