কোম্পানীগঞ্জ প্রতিনিধি  :-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট-এর সরাসরি তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় একটি বিশেষ রেইডিং দল গঠন করা হয়। উপ-পরিদর্শক মো: মামুনার রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অধিদপ্তরের বিভাগীয় স্টাফরাও অংশ নেন।

 

অভিযানে কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামের তুয়াব আলী (৪৫)-এর নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার মোট পরিমাণ ২৮২.৮৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো: মামুনার রশিদ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযানের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

মাদকবিরোধী অভিযানে অধিদপ্তরের এমন পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।