জাহিদুল ইসলাম ::
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ১৯টি গরু ও বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত এসব অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১৭ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত থেকে ৫০০ গজ ভেতরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ১২ লাখ টাকা।
এছাড়া সোমবার (১৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক অভিযানে বিজিবি মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেটের ২ হাজার ২৫০ প্যাকেট এবং আরও একটি গরু জব্দ করে। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
দুই অভিযানে আটককৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত গরু ও সিগারেট শীঘ্রই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।