জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধিঃ-

সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।

 

 

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ আগস্ট) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত থেকে এক কিলোমিটার ভেতরে সুরাইঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। যার বাজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

 

 

অন্যদিকে, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী পয়েন্ট এলাকায় লক্ষীবাজার বিওপির একটি টহল দল অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

 

 

অভিযানে , আটককৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

 

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।