ডেস্ক নিউজ : জৈন্তাপুরে সারাদেশের সঙ্গে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই শপথ গ্রহন সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার জর্জ মিত্র চাকমা।
এসময় উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মাহাতাবুর রেজা চৌধুরী, ইউনিয়ন সমাজকর্মী মোঃ আব্দুর রহমান, ইমরান আহমেদ, জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী জুলাই যুদ্ধা মাসুদ আহমদ, মাহমুদ হোসাইন, মো: হাবিবুল্লাহ ও মোঃ নুর উদ্দিন প্রমূখ।
সমাজসেবা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এই শপথ গ্রহন সভা অনুষ্ঠিত হয়।
শপথ পাঠ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । বক্তারা বলেন, শপথের আলোকে সমাজকে সুন্দর একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ের সমাজ গড়তে হলে সমাজের প্রান্তিক মানুষ, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে।