জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট উত্তরপাড় এলাকায় ডিআই পিকআপ ও মটর সাইকেল সংঘর্ষে মটর সাইকেল আরোহী তামাবিল হাইওয়ে পু্লিশের কনেষ্টবল গুরুত্বর আহত।

 

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, মটরসাইকেল আরোহী তামাবিল হাইওয়ে পুলিশের গাড়ী চালক তোফায়েল আহমদ ২৫ জুলাই শুক্রবার রাত ৯টায় জৈন্তাপুরস্থ ভাড়াবাসা হতে রাত্রিকালীন ডিউটির জন্য মটর সাইকেল যোগে যাত্রা করেন। পথি মধ্যে সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট ব্রিজের উত্তরপাড় এলাকায় পৌছামাত্র জৈন্তাপুর বাজারগামী দ্রুত গতির একটি ডিআই পিকআপ (ঢাকা মেট্রো ন-১৫-৪৮৪২) এর সাথে মটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ডিআই ট্রাক মটর সাইকেলকে অন্তত ২০ ফিট দুরে নিয়ে যায়। এই দূর্ঘটনায় গুরুত্বর আহত হন তামাবিল হাইওয়ে পুলিশের কনেষ্টবল গাড়ী চালক তোফায়েল আহমদ। স্থানীয় জনতা উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দূর্ঘটনাকবলিত মটরসাইকেল ও ডিআইপিকআপটি থানা হেফাজতে নিয়ে যান এবং যানচলাচল স্বাভাবিক রাখেন।

 

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ছুটে এসে কনেষ্টবল তোফায়েল কে সিলেট হস্তান্তর করি, দূর্ঘটনা কবলিত গাড়ী থানা হেফাজতে নেয়া হয়। দূর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।