গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধিঃ সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী, সিলেট -৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন,জীবনে সফলতা অর্জন করতে হলে লেখাপড়ার বিকল্প নেই।

লেখাপড়া ছাড়া একটি জাতি উন্নতি করতে পারে না। একটি জাতিকে শক্তভিতে গড়ে তুলতে হলে তার শিক্ষাব্যবস্হাকেও সফলতার সহিত এগিয়ে নিতে হবে। এজন্যই কবি বলেছিলেন, যে জাতি যতো শিক্ষিত,সে জাতি ততোই উন্নত।“লক্ষ্যহীন জীবন দিশাহীন নৌকার মতো”। তাই প্রত্যেককে সঠিক সময়ে পাঠ্য মনোনিবেশের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধন করতে হবে। “তোমাদের জীবনের গন্তব্য নির্ধারণ করতে হবে এখনই। কে কি হতে চাও, কোথায় যেতে চাও,এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কারণ, সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কেউ কখনো সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে না।”কারিগরি ও গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার সঠিক বিকাশ ঘটলে, আজ বাংলাদেশও বিশ্বের কাছে এক শক্তিশালী প্রতিপক্ষ হতে পারত।

বিগত সরকারের দেশের শিক্ষা ব্যবস্হার মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে ফেলেছে, এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গোয়াইনঘাট শাখার উদ্যোগে

এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, বর্তমান সেক্রেটারি আদিলুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও সাংবাদিক আমির উদ্দিন, কলেজ শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, সেক্রেটারি ফয়েজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।