ডেস্ক নিউজ ::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

 

উপজেলার পরিষদ চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার ১৪ জুলাই বেলা ১১টার দিকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দীন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

 

এদিন উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবার ও দুটি প্রতিষ্ঠানকে ১০৪ বান্ডিল ঢেউটিন এবং পরিবারপ্রতি নগদ অর্থের চেক প্রদান করা হয়।

 

সহায়তা প্রাপ্তরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাস্তব প্রয়োজনে এমন সহযোগিতা পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হবে বলে অনেকেই মনে করছেন।