সুয়েব রানা জৈন্তাপুর::

বাংলাদেশ পুলিশে যখন নানান প্রশ্ন ওঠে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার কিংবা দূরত্ব নিয়ে তখন কিছু মানুষ আছেন যারা সেসব ছাপিয়ে অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠেন এমন একজন হলেন ওসি মো রতন শেখ পিপিএম যার নাম শুনলেই সাধারণ মানুষের মনে ভরসা আসে অপরাধীর বুকে কাঁপন ধরে

 

তিনি যেখানেই যান সেখানেই অপরাধ দমন হয় সুশাসন ফিরে আসে আর মানুষ পুলিশের প্রতি আস্থা ফিরে পায় ঘুষের প্রলোভনে কখনো পা দেননি বরং ঘুষ চাইলে বা দিলে কী কঠিন পরিণতি হতে পারে তার বাস্তব উদাহরণ তিনি নিজেই

 

ওসি মো রতন শেখ ১৯৭৩ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন বাগেরহাট সদর থানার ২ নম্বর ওয়ার্ডের হরিণখানা গ্রামে পরিবারে ছয় ভাইবোনের মধ্যে তিনি দুই ভাইয়ের একজন এবং চার বোন আছেন তাঁর পিতা মরহুম ইসমাইল শেখ ও মাতা মরহুমা রিজিয়া বেগম উভয়ে প্রয়াত

 

শৈশব থেকেই ইসলামি মূল্যবোধে বেড়ে ওঠা রতন শেখ ছোটবেলা থেকেই ছিলেন সৎ ন্যায়পরায়ণ এবং মানুষের প্রতি দয়ালু শিক্ষাজীবন শেষ করেন বাগেরহাট সরকারি পিসি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে পরে নিজেকে জনসেবায় উৎসর্গ করার মানসিকতা নিয়ে যোগ দেন পুলিশ বিভাগে

 

রতন শেখ ১৯৯৪ সালে সরাসরি এসআই উপপরিদর্শক পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন পুলিশ একাডেমি সারদায় এক বছরের প্রশিক্ষণ শেষে প্রথম পোস্টিং পান মাগুরা সদর থানায় এরপর বিভিন্ন সময়ে তিনি যে দায়িত্ব পালন করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ছয় বছর দায়িত্ব পালন জিআরও হিসেবে

কুষ্টিয়া কোর্ট ইন্সপেক্টর

সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর

সাতক্ষীরা জেলা ২০১০ সালে পদোন্নতির পর প্রথম ওসি তদন্ত পদে দায়িত্ব

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ওসি

বর্তমান ওসি একাধিক থানায় দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে

 

২০১০ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন

 

২০১৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদান এ এক বছর দায়িত্ব পালন করেন সেখানে তিনি সাহসিকতা পেশাদারিত্ব এবং মানবিক আচরণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন

 

চাকরি জীবনে সততা ও নিষ্ঠার জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য

 

আইজিপি IGP ব্যাজ দুইবার

জাতিসংঘ শান্তি মিশন পদক একবার

শুদ্ধাচার পুরস্কার একবার

 

এইসব অর্জন প্রমাণ করে সততা থাকলে সরকারি চাকরিজীবীরাও হতে পারেন রাষ্ট্রগঠনের নায়ক

 

রতন শেখের সহধর্মিণী নিগার সুলতানা একজন গৃহিণী তাঁদের একমাত্র কন্যা আরিশা নূর রাইসা এবছর এসএসসি পাস করেছে পরিবার ছোট হলেও ভালোবাসা শৃঙ্খলা আর আদর্শে গড়া যেখানে রাষ্ট্রচিন্তা ও মানবসেবা এক অপরকে ছায়া দিয়ে চলে

 

ওসি রতন শেখ পিপিএম বিশ্বাস করেন

সরকারি চাকরিজীবীরা যদি সৎ থাকেন তাহলে দেশ পাল্টে যায়

এই বিশ্বাসই তাঁকে প্রেরণা দেয় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে গরিব মানুষের পাশে থাকতে রাতবিরাতে অপরাধী ধরতে মাঠে নামতে

 

তিনি কোনোদিন গুরু দণ্ড পাননি কোনো নালিশ তার কর্মজীবনে নেই বরং অনেক সময় মানুষই তাঁর বদলির বিরুদ্ধে রাস্তায় নেমেছে চিঠি দিয়েছে প্রতিবাদ জানিয়েছে কারণ তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তা নন একজন মানবিক অভিভাবক জনগণের নিরাপত্তার প্রহরী

 

বাংলাদেশে মানবতার পুলিশ অনেক আছেন কিন্তু রতন শেখের মত একজন আদর্শ পুলিশ কর্মকর্তা খুব কমই আছেন

ঘুষ যেখানে নিত্যদিনের খবর সেখানে তিনি হয়ে উঠেছেন অঘোষিত প্রতিরোধ

এই মানুষটির জীবনের গল্প কর্ম এবং দর্শন সবচেয়ে বড় বার্তা দেয় আমাদের

সততা নিষ্ঠা আর সাহস থাকলে পুলিশ মানেই শুধু রেইড নয় ভরসাও হয়

 

চাকরিজীবনে বহু স্পর্শকাতর ঘটনার মুখোমুখি হয়েছেন ওসি রতন শেখ পিপিএম বিশেষ করে বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় যখন দুর্ঘটনায় মৃত্যুর খবর আসত অথবা অজ্ঞাতনামা লাশ পাওয়া যেত তখন অনেক সময় দেখা যেত ডুম না আসায় লাশ পড়ে থাকত কেউ কাছে যেত না তখন তিনি নিজেই ডুমের কাজ করতেন মানুষের মর্যাদা ও মানবিকতার জায়গা থেকে তিনি নিজ হাতে শত শত লাশ উদ্ধার করেছেন কখনো নদীতে ভেসে থাকা মরদেহ কখনো দুর্ঘটনায় ছিন্নভিন্ন মৃতদেহ আবার কখনো গলিত লাশ নিজের হাতে তুলেছেন

 

এসব কাজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার শিরোনাম হয়েছেন অনেকেই অবাক হয়েছেন প্রশ্ন তুলেছেন ওসি কেন ডুম কিন্তু ওসি রতন শেখ পিপিএম প্রমাণ করে দিয়েছেন একজন পুলিশ শুধু আইনের রক্ষক নয় মানবতারও ফেরিওয়ালা হতে পারেন

 

এই অতিরিক্ত মানবিকতাই তাঁকে সাধারণ মানুষের চোখে ব্যতিক্রম ও ভালোবাসার মানুষ করে তুলেছে