শরীয়তপুর থেকে  :এবি এম জিয়াউল হক টিটু ::

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার কালু বেপারী কান্দি নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পদ্মা দক্ষিন থানার এস আই নূর আলী মোল্লার নেতৃত্বে একটি পুলিশ দল পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কিলো-৮ এলাকায় নিযুক্ত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কালু বেপারী কান্দি এলাকার নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তায় কিছু মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী আখি আক্তার ও আইয়ুব আলী খা ওরফে চুন্নু খা’কে ঘটনাস্থল থেকেই হাতে নাতে আটক করা হয়।

তল্লাশিকালে আখি আক্তারের হাতে থাকা বাজারের একটি ব্যাগে পাওয়া যায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি আইটেল কোম্পানির বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা মাদক বিক্রির কাজে ব্যবহৃত হতো। অপরদিকে, আইয়ুব আলীর কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন।

 

আসামিদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলেই গাঁজা ও মোবাইল ফোন জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়। পরে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। এবং এসআই নূর আলী মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

 

 

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, “মাদক নির্মূলে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কেউ রেহাই পাবে না। আজকের সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। আমরা আরও তদন্ত করে মাদকচক্রের মূল হোতাদের খুঁজে বের করব।”

গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।