অনলাইন ডেস্ক :: সিলেটে অটোরিকশা চালকের দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। পাশেই গলাকাটা অবস্থায় শিশুটির বাবাকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর আনসার মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, দুই মাসের শিশু কন্যা নিহত ইনায়া রহমান ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশাচালক আতিকুর রহমানের মেয়ে।

 

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, আতিকুর রহমান স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পান ২ মাসের শিশু কন্যা ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই তার পিতা আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

 

 

 

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তির পর অস্ত্রোপচার করেন।

 

 

আহতের স্ত্রী ঝুমা বেগম অভিযোগ করে বলেন, দুপুরের খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠে দেখেন, তার স্বামী শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর তার নিজেরও গলা কাটতেছে। তিনি আর্তচিৎকার দিলে আশপাশের মানুষজন এসে হতাহতদের উদ্ধার করে।

 

 

নিহতের স্ত্রীর শ্যালিকা নাজমা বেগম ও শ্যালক টিপু মিয়া বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। যখন তাদের বোন আর্তচিৎকার দিয়ে ফোনে বলে, তার মেয়েকে জবাই করে স্বামীও নিজের গলা কাটতেছে। তিনি স্বামীকে থামিয়ে আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

 

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।