জৈন্তাপুর প্রতিনিধি ::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম মো শহীদুল হক। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জানার কেন্সিয়া মাইজপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

 

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়,রবিবার (১৩ই এপ্রিল) রাতে সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনাবাহিনী।

 

এ সময় রাত আনুমানিক ৯:টায় ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদ এর নেতৃত্বে সেনা আভিযানিক দল তামাবিল মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে শহীদুল হককে যাত্রীবেশে থাকা অবস্থায়

৭৫০ মিলি রয়েল স্টেগ ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করে।

 

সেনাসূত্রে জানানো হয়, আটক শহীদুল হকে মাদক সহ সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।