নিউজ ডেস্ক::

জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ক্ষুদ্রঋণের চেক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ই মার্চ) বেলা ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

” অধিকার, সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

 

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।

 

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উপলক্ষে স্থানীয় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋনের চেক ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী মেয়েদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।