বালাগঞ্জ প্রতিনিধি::

বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারী) ভোররাতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাষ্ট্রীয় মর্যাদায় তিনির দাফন সম্পন্ন হয়েছে।

তার স্ত্রী ১ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

রবিবার বিকেল ৪ টায় স্থানীয় আলাপুর বড় মোকাম সংলগ্ন মাঠে বালাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে আলাপুর বড় মোকাম কবরস্থানে তিনির দাফন সম্পন্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন অংশগ্রহণ করেন

,দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

নাজমুল আলম, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, মোঃ হুসন আলী,দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুলতানপুর নারায়ন চন্দ্র রায়।