সিলেটের গোলাপগঞ্জে ‘অপারেশ ডেভিল হান্ট’ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ৩ জনকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জরর কায়স্হগ্রামের মৃত রাজা মিয়ার পুত্র কবির আহমদ ওরফে কবির মেম্বার (৩৬), ধারাবহর গ্রামের ইশাদ আলীর ছেলে টুনু তালুকদার ওরফে টুনু মিয়া (২৮) ও পৌর এলাকার টিকরবাড়ির পাখি মিয়ার ছেলে অপু খান বদই (৩০) ।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্ল্যা।