শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর ১৩ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এসে মিলিত হয়।

 

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাবরিনা আফরোজ মিতুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির ক্যারিয়ার ক্লাবের সাথে তার দীর্ঘ ১৩ বছরের পথচলার স্মৃতিচারণ করেন।এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা ও ক্যারিয়ার উন্নয়নের নানা বিধ দিকনির্দেশনা পেয়ে আসছে বলে মন্তব্য করেন।

 

সংগঠনটির সভাপতি শাবরিনা আফরোজ মিতু বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি ক্যারিয়ার টক, ন্যাশনাল কেইস কম্পিটিশন, জবফেস্ট, মোটিবেশনাল স্পিস, বিসিএস বিষয়ক কর্মশালা, জিআরই-আইএলটিএস সহ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালার আয়োজন করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রীয় অডিটোরিয়াম এর সামনে ১৩ বছর ফূর্তি উপলক্ষে ১৩ পাউন্ড এর কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির সদস্যগণ।