তরফদার মামুন:মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের অন্যতম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মিশকাতুল কুরআন মাদরাসা প্রথমবারের মতো আয়োজিত করছে তাদের বার্ষিক ইসলামি সম্মেলন। আগামীকাল ৫ ফেব্রুয়ারি, রোজ বুধবার, মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে, উক্ত মাহফিলে দেশ-বিদেশের বিখ্যাত ইসলামি ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।

 

এবারের সম্মেলনে বিশিষ্ট বুজুর্গ, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফরুক বর্ণভী তত্ত্বাবধানে এবং হাফিজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী পরিচালনায় মাহফিলের সকল কার্যক্রম সম্পন্ন হবে।

 

বিশেষ আকর্ষণ হিসেবে পাকিস্তানের অন্যতম আলেম মাওলানা হাবিবুল্লাহ আরমানী এবং দেশবরেণ্য ইসলামি ব্যক্তিত্বরা তাঁদের মূল্যবান বয়ান উপস্থাপন করবেন। এছাড়া, নাশীদ পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামিক শিল্পী আহমদ আব্দুল্লাহ ও তাঁর সংগীত দল।

 

সম্মেলনের মূল আয়োজন:

✅ বিশিষ্ট আলেমদের দিকনির্দেশনামূলক বক্তব্য

✅ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া

✅ নাশীদ পরিবেশনা

✅ আধ্যাত্মিক ও শিক্ষামূলক আলোচনা

 

এতে দেশ-বিদেশের ইসলামপ্রেমী মানুষদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থান মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন মাদরাসা মাঠের ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

 

সবাইকে মাহফিলে অংশগ্রহণ করে দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি মাদরাসার কল্যাণে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।