সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারবাজারে নাশকতা মামলায় যুবলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু (৫২) কে গ্রেফতান করেছে পুলিশ। দোয়ারবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকার বাসিন্দা তিনি।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে,

দোয়ারবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া গত ২ নভেম্বরের একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গ্রেফতার করা হয়। সোমবার যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।