জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগর নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর হলরুমে এ সভার আয়োজন করা হয়।

জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন মহানগর জাগপার সহ সভাপতি শাহজাহান আহমদ সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, কাওছার আহমদ, অর্থ সম্পাদক ফরহাদুর রেজা নাদিম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, প্রচার সম্পাদক হোসেন আহমদ আকাশ, সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম জিতু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সহ যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আহমদ, সহ দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যকরি সদস্য নুর হোসেন, অর্জয় রায়, বিলাল হোসেন, নুর ইসলাম প্রমুখ।

পরিচিতি সভায় বক্তারা বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর হাতে গড়া সংগঠন জাগপা দেশ ও জাতি এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলের আদর্শ লালন করে নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরো বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ, আধিপত্যবাদ আগ্রাসন দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন তিনি। প্রিয় নেতার আদর্শে গড়ে উঠে নিজেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি