দাবী একটাই সিলেট ৪ আসনের মৃত্তিকার যোগ্য সন্তানই বড়ো দলের প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে বিজয়ে হয়ে এ অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করুন। কারন, এ অঞ্চলের লাখো মানুষের সুখ দুঃখ এর প্রকৃত সারথি তিনিই হতে পারেন যিনি এ অঞ্চলেরই সন্তান। একুশ শতকের এই সময়ে এসে বহিরাগত নেতৃত্ব চাপিয়ে দিলে সিলেটের এই প্রান্তিক জনপদের মানুষের অধিকার কতটুকু সুরক্ষিত হবে তা যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সৌদি আরবের মক্কা নগরীর কাকিয়া এলাকায় সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবীতে আয়োজিত এক সভায় উপরোক্ত কথাগুলো বলেন বৃটেনের অক্সফোর্ড এলাকার কাউন্সিলর বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আবদুল মুবিন।

মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মক্কা নগরীর ক্লক টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হাবিব, সিলেটের সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ, মাহমুদুল হাসান, আলী হায়দার, বদরুল ইসলাম, রাইয়ান আহমদ, ইকবাল হাসান, আবদুল আলী প্রমুখ।

সভায় বক্তারা আরও বলেন, খনিজ সম্পদ অধ্যুষিত এ অঞ্চলের মানুষের বঞ্চনার ইতিহাস পুরনো। বঞ্চিত এ লাখো মানুষের অধিকার আদায়ে প্রয়োজন এ অঞ্চলের স্থানীয় যোগ্য নেতৃত্বের প্রতিনিধিত্ব। বক্তারা এ অঞ্চলের মানুষের প্রাণের এ দাবী টুকু বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রধান রাজনৈতিক দলের নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান।