সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভা বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাকারিয়া এর সভাপতিত্বে ও ৭০৭ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমদ, কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম. বরকত আলী, লিটন আহমেদ, রাজা আহমেদ, রাজা আব্দুল জলিল, রফিক মিয়া, মুহিবুর রহমান এপলো, এবাদুল আহমদ, সেবুল আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ জাকারিয়া বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী, সুসংগঠিত ও নীতিনিষ্ঠ নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি। পরিবহন শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের যাতায়াতকে সহজতর করছেন। তাদের ঘামে তৈরি এই সেবা শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা শ্রমিকরা নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। লাইসেন্সিং জটিলতা, যানবাহন শনাক্তকরণ, পর্যাপ্ত স্ট্যান্ড না থাকা, প্রশাসনিক হয়রানি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং ট্রাফিক ব্যবস্থার অসঙ্গতি সহ সব ধরনের সমস্যা সমাধানে ইউনিয়নের ঐক্য সবচেয়ে বড় শক্তি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠনের ভেতরে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা এবং নিয়মনীতি মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, সিলেটের পরিবহন খাতকে সুসংগঠিত করতে এবং শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি করতে হলে আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি