নানা পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। নির্বাচনের তফসীল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের ঘরে ঘরে ছুটছেন তিনি। গ্রামে গঞ্জের সবজায়গায় এখন মুক্তাদিরের নাম। তিনিও সকাল-সন্ধ্যা গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটরদের কাছে।
চলমান প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাত সকালে খন্দকার আব্দুল মুক্তাদির ছুটে যান সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের চা বাগান বেস্টিত এলাকাগুলোতে। এসময় চা শ্রমিকদের আবেগঘণ ভালোবাসায় সিক্ত হন। জবাবে মুক্তাদির বলেন, চা শ্রমিকরা এই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি খাতের আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছেন। চা শিল্প এর বাইরে নয়। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন, জাতীয় বীজ অধ্যাদেশ প্রণয়ন এবং গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করেন, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এখনো রোল মডেল হিসেবে আলোচিত।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল বেলা খন্দকার আব্দুল মুক্তাদির খাদিমনগর ইউনিয়নের কালাগুল চা বাগানের শ্রমিকদের সাথে একান্তে কিছু সময় কাটান। তাদের নানা দুঃখ দুর্দশার কথা শুনেন। বিগত দিনে চা বাগানে ভোটের আগে অনেক প্রার্থী এসেছেন উল্লেখ করে চা শ্রমিকরা বলেন, নির্বাচনের পর কেউ আর তাদের খবর নেননি। নির্বাচিত হলে খন্দকার মুক্তাদির চা শ্রমিকদের উন্নয়নে কি কি করবেন জানতে চান। খন্দকার মুক্তাদিরও তাদেও সঙ্গে মিশে যান। সেলফি তুলেন। তখন এক আবেগঘণ অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। চা শ্রমিকরাও তাদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন। তা শুনে তিনি অগ্রাধিকার ভিত্তিতে চা শ্রমিকদের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
চা শ্রমিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন কালাগুল চা বাগানের সাধারণ সম্পাদক সন্তুস মাদ্রাজি। তিনি বলেন, আমরা খন্দকার আব্দুল মুক্তাদিরের উপরই আস্থা রাখছি। ধানের শীষেই ভোট দিবো।
স্থানীয় স্কুল শিক্ষক জনি নাহাকের পরিচালনায় বক্তব্য রাখেন বাগানের ব্যবস্থাপক অরুপ চৌধুরী, বাগানের সভাপতি রনঞ্জু নায়েক, বিলাশ ব্যানার্জি, বাতাশি বাউরি, বাসন্তী নায়েক প্রমুখ। এরপর খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজারে নারী পুরুষদের পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গ্রামের নারী-পুরুষ যেন ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরকে আপন করে নেন।
সাহেবর বাজারে ৭ ওয়ার্ডের মুরুব্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে ৭ নং ওয়ার্ডের প্রবীণ মুরুব্বিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে বিভিন্ন কর্মসূচীতে অংশনেন খন্দকার আব্দুল মুক্তাদির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী মেম্বার, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নান্টু সরকার প্রমুখ। দুপুর ১২টায় একই এলাকার একটি হলে নারীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন সায়রা বেগম। এসময় গ্রামের নারীরা এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন।
এ ব্যাপারে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কারণ সিংহভাগ মানুষ গ্রামেই বসবাস করেন। তিনি বলেন, বিগত দিনে নির্বাচনের সময় মুরব্বিদের সাথে প্রার্থী বসে এভাবে সভা-সমাবেশ করেননি। কারণ বিগত সময় ভোটের দরকার ছিল না। রাতেই ভোট হয়ে যেত। যদি সুযোগ পাই, সদর উপজেলার রাস্তাঘাট, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি বলেন, বাগান ও গ্রামের মানুষের ভালোবাসা ধানের শীষের বিজয় তরান্তি করতে নিয়ামক হিসেবে কাজ করবে।