কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ আজ বৃহস্পতিবার (২০নভেম্বর) সকাল ১১টায় উৎসব মুখর পরিবেশে স্কুল মাঠ প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক হাজিরা সুলতানা পপির সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারী কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপিকা নুরজাহান বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ।

অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ মামুন রশিদ, স্কুলের শিক্ষার্থী আবির আলম রিসাব, আবু তালহা রাসেল। বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্টানে স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, হামদ্-নাত, নৃত্য, নাঁচ, কবিতা আবৃতি করে পুরো অনুষ্টানস্থল মাতিয়ে রাখেন। অনুষ্টান শেষে প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।