ড্যাব সিলেট জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

 

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, আজকের এই সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল একটি আনুষ্ঠানিকতা নয়-এটি ডাক্তার সমাজের অধিকার, সম্মান ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার অন্যতম মাইলফলক। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। কারণ, জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ডাক্তারদের সৎ উদ্দেশ্য, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধই সবচেয়ে বড় শক্তি।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের প্রতিটি বড় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ড্যাব। চিকিৎসকদের ন্যায়বিচার, কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সিলেটের মতো সংবেদনশীল অঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় ড্যাব একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ডা. আশফাক আহমেদ এবং ডা. আব্দুর রাউফ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী এবং সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদি।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. গোলাম রব শোয়েব, সিলেট জেলা ড্যাবের কোষাধ্যক্ষ

ডা. নুরুল হাসান সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম রানা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ হাফিজুর রহমান তানভীর, দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সৌয়দ আল দীপ, সদস্য ডা. মেহেদি হাসান অনিক, ডা মাহফুজ খান, ডা. মারজান, ডা. বজলুর রহমান রেহান, ডা. তাহফীম আহমদ, ডা. রায়হান আহমেদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. সালমান, ডা. ফুজায়েল, ডা. মো. ফয়জুর রহমান তালুকদার ফয়েজ, ডা. ইহরাজ রহমান চৌধুরী, ডা. সৌরভ, রাহাত ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বৃহত্তর ঐক্য প্রয়োজন। সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে মেডিকেল কলেজসহ সব জায়গাতেই চিকিৎসকেরা নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের এই ত্যাগ, শ্রম ও মানবিকতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হলে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে ড্যাব আরও শক্তিশালী হবে, সংগঠনের আওয়াজ আরও জোরালো হবে এবং চিকিৎসক সমাজের ন্যায্য দাবি প্রতিষ্ঠায় সক্ষম হবে। বিজ্ঞপ্তি