বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নিবন্ধন পেয়েছে বড়লেখা উপজেলার আতুয়া নামা বড়াইল বেঙ্গল এফসি ফুটবল একাডেমি। এ উপলক্ষে রোববার (১৬ নভেম্বর) সংগঠনের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার (এডহক কমিটি) সদস্য সচিব মো. নূর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনেস্ট্রেটর মাহবুব আলম পলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জলঢুপ স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ জামাল আহমদ, খেলোয়াড় কল্যাণ সমিতি বড়লেখার সভাপতি আব্দুর রহমান, চাইল্ড কেয়ার একাডেমি অফিসবাজারের সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, সাবেক জেলা দলের ফুটবলার ও কোচ সালাউদ্দিন রাজ, বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার আবুল ফয়ছল (ডালিম), বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাদিকুর রহমান খান, সাবেক ফুটবলার আমির উদ্দিন ও বেলাল আহমদ, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জামিল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সভাপতি মাওলানা বদরুল ইসলাম ও সেক্রেটারি কাওছার হামিদ ছুন্নাহ, সাবেক ফুটবলার কবির মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, কেয়ার এইড ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ ছাইদুল ইসলাম, তরুণ ফুটবলার আরিফ আহমদ, কবির আহমদ, আব্দুল্লাহ আহমদ, জাঙ্গির আহমদ, কয়েছ আহমদ ও সুমন মেসিকে প্রমুখ।