সিলেট ; পাঁচ মাস কারাভোগের পর অবশেষে হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি গত ২৬ জুন সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ পাঁচ মাসের আইনি লড়াই শেষে আজ (১৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান।

 

পারিবারিক সূত্র জানায়, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগে উল্লেখিত ৪ ও ৫ আগস্ট তিনি জকিগঞ্জে ছিলেন না। সেসময় তিনি সিলেট শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অন্যত্র সরানোর কাজে ব্যস্ত ছিলেন। তাই ঘটনাটির সঙ্গে তার সম্পৃক্ততা নেই তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

 

মুক্তি পেয়ে মাওলানা আব্দুস সবুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

 

উল্লেখ্য, মাওলানা আব্দুস সবুর একজন সহজ-সরল, ভদ্র ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে জকিগঞ্জের মানুষের নিকট পরিচিত। তিনি টানা দুইবার জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট মহানগরীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।