সিলেটের দক্ষিণ সুরমা থেকে কামরান আহমদ (২০) নামের এক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়েছে। সে তেতলী ইউনিয়নের তেতলী চেরাগী গ্রামের মমশর আলীর নাতি। গত ২৬ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে ১১টায় কামরান নিজ বাড়ি থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ রোডের তেলিবাজার পয়েন্টের আশপাশে ঘুরাঘুরির পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রতীবন্ধী কামরান হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল কালারের পাঞ্জাবী ও কফি কালারের টুপি, তার উচ্চতা- ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা।

যদি কোন হৃদয়বান ব্যক্তি প্রতিবন্ধী কামরান আহমদের সন্ধান পেয়ে থাকেন তার নানা মমশর আলীর ০১৭৬৩-৪৩৪১৬১ এবং ০১৭৩২-৭৫৯৪৫৬ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।