বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই এলাকার সম্পদ থেকে সারা দেশের উন্নয়ন হয়। অথচ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। সিলেট নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি যদি নির্বাচিত হই তাহলে দেশনায়কের পরিকল্পনামাফিক এই তিন উপজেলাকে এমনভাবে গড়ে তুলবো, যাতে কেউ প্রবেশ করলেই মনে হবে প্রকৃত অর্থেই তারা একটি পর্যটন এলাকায় প্রবেশ করেছেন।
১৯ নভেম্বর বুধবার জৈন্তাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদলসহ অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, পরিবেশের দোহাই দেওয়া আর চলবে না। এটা আর হতে দেয়া হবে না, আমাদের হিস্যা বুজিয়ে দিতে হবে। আমরা রাষ্ট্রের ক্ষতি, পরিবেশের ক্ষতি চাইনা। তবে সনাতন পদ্বতিতে আমরা পাথর উত্তোলন করে, এই এলাকা ও দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই।
ঐতিহ্যবাহী ইরা দেবী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল হাফিজের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার, তেরা মিয়া, ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ, ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মেম্বার, জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুস শুকুর, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক সুহেল আহমদ, জৈন্তা উপজলা কৃষক দলের সভাপতি আল মামুন, জৈন্তা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশীদ সরকার, জাসাসের সাধারণ সম্পাদক সাদিক আহমদ, জৈন্তা উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক শাহজাহান সিদ্দিকী, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম।
এর পূর্বে সকালে তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নে ও বিকেলে জৈন্তাপুর পূর্ব বাজারে
গণসংযোগ করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, ১নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, প্রথম য্গ্মু সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, ১নং নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক, ৪নং দরবস্ত ইউনিয়ন কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া, ১নং নিজপাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো: দিলোয়ার হোসেন সাগর, ১নং নিজপাট ইউনিয়নের কৃষক দলের সভাপতি মো: আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কবির আহমদ, ১নং নিজপাট ইউনিয়নের মৎসজীবী দলের সভাপতি সংকর চন্দ্র দাস।
গণসংযোগ ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমেদ চমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিম, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, যুগ্ম আহবায়ক কামরুল হাসান মো: হানিফ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, একরাম হোসেন,প্রমুখ।