সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা ( মঙ্গলবার ১৮ নভেম্বর)  বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিহাসের সেরা নির্বাচন জনগণকে উপহার দেব।

নগরীর যানজট নিরসনের লক্ষ্যে নিবন্ধনহীন অবৈধ সিনএনজি ও থ্রি হুইলার বন্ধ করার কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় বাস টার্মিনালের সম্প্রসারণ, রাস্তায় ম্যানহোলে ঢাকনা দেওয়া, বাস টার্মিনাল সিসি টিভির আওতায় আনা এবং টার্মিনালের অভ্যন্তরে ও বাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে। পরস্পরের প্রতি সহনশীল আচরণ করতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মু: মাসুদ রানা, বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধি, প্রেস ক্লাব ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।