নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) এর ২১তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ও শিক্ষানীতি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫ খ্রি.) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ও বিকালে অডিটরিয়ামে ‘বাজারের চাহিদার সঙ্গে শিক্ষানীতির সামঞ্জস্য ও বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। সভায় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম. সরওয়ারউদ্দীন চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইন্ডিাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল মকিদ মোহাম্মদ মুকাদ্দেস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, এনইইউবি’র স্কুল অব হিউমেনিটিস এন্ড সোস্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. আরিফ আহমদ, ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদুন নবী রুপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সুইটি খাতুন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর জাহান কাকলী।

সভায় বিশ^বিদ্যালয়ের ২০তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তসমুহ পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়াও সভায় বিশ^বিদ্যালয় পরিচালনায় আগামীদিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি গৃহিত হয়।

শিক্ষানীতি বিষয়ক সেমিনার

মঙ্গলবার বিকালে বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে ‘বাজারের চাহিদার সঙ্গে শিক্ষানীতির সামঞ্জস্য ও বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এনইইউবি’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজত সেমিনারে স্পিকার ছিলেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন আহমেদ। সেনিারে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। ইংরেজি বিভাগের শিক্ষক ইশরাত মেহজাবিন চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এনইইউবি’র আইকিউএসির পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে।

সেমিনারে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, এনইইউবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ফাইন্যান্স ডিরেক্টর, লাইব্রেরিয়ান, বিভাগীয় প্রধানগন, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।