সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালনে পুনরায় যুক্ত হলেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথাও জানানো হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্তে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তার ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

 

চিঠিতে স্বাক্ষর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিটি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকীসহ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুলিপি আকারে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে গত বছরের মে মাসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিলো।

 

এ সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে-বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক  বরাবরে। কেন্দ্র ঘোষিত এ সিদ্ধান্তকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন দলের তৃণমূল নেতৃবৃন্দ।