সিলেট থেকে কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মারা যাওয়া ফরহাদ হোসেন সৌরভ (২১) কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। সৌরভের সাথে বেড়াতে যাওয়া বন্ধুরাই এর সাথে সম্পৃক্ত থাকতে পারে বলেও সন্দেহ তাদের।

 

সৌরভকে হত্যার পর একটি মেয়েকে দিয়ে নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

 

নিহত সৌরভ সিলেটের দক্ষিণ সুরমার মণিপুর এলাকার মতিউর রহমানের ছেলে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে সৌরভের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন সিলেট থেকে আরও চার বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে করে কক্সবাজার বেড়াতে যান সৌরভ। তারা সকলেই সিলেট এমসি কলেজেন অনার্স (বাংলা) প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

লাশ উদ্ধারের পর সৌরভের সাথে কক্সবাজার যাওয়া তার বন্ধু আবির জানিয়েছিলেন, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে।

 

আবির আরও বলেন, বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তবে আবিরের এমন দাবির সাথে দ্বিমত প্রকাশ করে সৌরভকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সৌরভের স্বজনরা।

 

শনিবার সকাল ৯ টায় কক্সবাজার থেকে সৌরভের মরদেহ সিলেটের বাড়িতে আসে। এরপর দুপুরে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

 

সৌররে বড় ভাই মামুন আহমদ বলেন, সৌরভের বুকের ডানপােশে ও বাম পাশে আঘাতের চিহ্ন আছে, হাতের ডান দিকে কাটা দাগ, এছাড়া পায়ের গোড়ালির উপরও দাগ রয়েছে। আত্মহত্যা করলে এসব দাগ থাকবে কেন?

 

তিনি বলেন, সৌরভের মরদেহ উদ্ধারের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে, ঝুলানো অবস্থায় ওর পা বিছানার সাথে ছিলো। পা ঝুলে নাই। দরজার লকও ভাঙা ছিলো। এসব দেখে মনে হচ্ছে এটা সুইসাউড ছিলো না। ছিলো মার্ডার।

 

মামুন বলেন, যে ভিডিও কলের কথা বলা হচ্ছে, সেই ভিডিও কলের মোবাইল ক্যামেরা পেছন দিকে ছিলো। অথচ আমরা কারো সাথে ভিডিও কলে কথা বললে মোবাইলের সামনের ক্যামেরা ব্যবহার করে কথা বলি। আসলে তাকে হত্যার পর একটা মেয়েকে জড়িয়ে নাটক সাজানো হচ্ছে।

 

সৌরভের সাথে বেড়াতে যাওয়া বন্ধুদের আচরণ সন্দেহজনক দাবি করে মামুন আরও বলেন, আমরা ময়না তদন্তের জন্য অপেক্ষা করছি। ময়রা তদন্তের রিপোর্ট পেলে মামলা করবো।

 

এ ঘটনায় মিথ্যে নিউজ ছড়িয়ে তার পরিবারকে কলংকিত না করারও আহ্বান জানান মামুন।

 

একই অভিযোগ করে সৌরভের চাচা বলেন, তাকে হত্যা করে নাটক সাজানোর চেষ্টা করছে। হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

 

তিনি বলেন, সৌরভের সাথে যাওয়া বন্ধুরা আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি।

 

সৌরভদের প্রতিবেশি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, সৌরভকে প্ল্যান করেই সিলেট থেকে নেওয়া হয়েছে। সৌরভের ৪ বন্ধুই এর সাথে জড়িত। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

 

কান্না জড়িত কণ্ঠে সৌরভের বাবা মতিউর রহমান বলেন, আমি অনেক আত্মহত্যা দেখিছি, আত্মহত্যা করা ব্যক্তির মরদেহে কিছু লক্ষণ থাকে। কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে এসব লক্ষণ নাই। তারে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে।

 

তিনি বলেন, সৌরভ যদি আত্মহত্যা করে থাকে তাহলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করবে। বন্ধুরা কেনো দরজা ভাঙবে?

 

এসব অভিযোগ প্রসঙ্গে কক্সবাজার সদর মযেল থানার মো. ইলিয়াস খান বলেন, পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মামলা করা হয়নি। পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। আমরা ময়ন তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট পেলে তদন্ত শুরু করবো

সূত্র সিলেট টুডে