সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার রাধানগর এলাকায় একজন মাদক ব্যবসায়ী মদের চালান নিয়ে অপেক্ষা করছিলেন। উদ্দেশ্য মাদক বিক্রি।
এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৯ সদস্যরা। তবে ওই ব্যক্তিটি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আর র্যাব সদস্যরা জ ব্দ করে ১৪৩ বোতল বিদেশী মদ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।