স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে প্রার্থীতা নিয়ে এখন চায়ের আড্ডা থেকে রাজনৈতিক অঙ্গন—সবখানেই তোলপাড়। কে হবেন আগামী দিনের জননেতা, কে নেতৃত্ব দেবেন নবীগঞ্জ-বাহুবলের মানুষের নতুন স্বপ্নকে—এ নিয়ে সরব আলোচনা চলছে সর্বত্র। ঠিক এমন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সম্ভাব্য প্রার্থী, নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান—নাজমুল ইসলাম।
১১ নভেম্বর অনলাইনে এনসিপির মনোনয়ন ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন তিনি। দলীয় মনোনয়ন পেলে জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে বিজয়ী হতে পারবেন—এমনটাই বিশ্বাস তার।
গত ৩১ বছর ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে নাজমুল ইসলাম পরিচিত মুখ হয়ে উঠেছেন। প্রবাসী জোট ডায়াস্পোরা অ্যালায়েন্স এনসিপি’র সদস্য, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনাতগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক, স্থানীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন তিনি।
যদিও তিন বছর ধরে প্রবাসে আছেন, তবুও এলাকার প্রতিটি খবরাখবর নিয়মিত জেনে থাকেন—এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।
তিনি বলেন, “দীর্ঘদিন দেখেছি আমাদের এলাকার মানুষ নানাভাবে বঞ্চিত। এনসিপি উন্নয়ন ও সেবার রাজনীতিতে বিশ্বাসী—প্রতিহিংসার নয়। নবীগঞ্জ–বাহুবলের অনুন্নত জনপদের পরিবর্তনে এনসিপির পতাকাতলে কাজ করতেই মনোনয়ন চাইছি।
তার ভাষায়, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়—এটা দায়িত্ব। ন্যায়বিচার, স্বচ্ছতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আদর্শ এনসিপি ধারণ করে, তা আমার চিন্তা–চেতনার সঙ্গে মিলে যায়।
শুভাকাঙ্ক্ষী, নেতা–কর্মী এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করে নাজমুল ইসলাম বলেন, দলমত নির্বিশেষে মানুষের জীবনমান উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি।
মনোনয়ন দাখিলের পর থেকেই নবীগঞ্জ–বাহুবলে তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে তৃণমূল—সর্বত্র নতুন আলোচনার ঝড় উঠেছে। নির্বাচনী মাঠে নতুন বর্ষার স্রোতের মতোই ছড়িয়ে পড়েছে নাজমুল ইসলামের নাম। তার সম্ভাব্য প্রার্থীতা নিয়ে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশা, নতুন আলাপ, আর নতুন উত্তেজনা।