সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমদ একাডেমিতে হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর রবিবার সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের হলরুমে এ বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ।

কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ওয়াকিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির উদ্দিন আহমদ শিক্ষা ট্রাস্টের সদস্য জাহানারা খানম, মনির আহমদ একাডেমির ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, ট্রাস্টের সদস্য হাবিব শাদির আহমদ, একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ জামিলুর রহমান, এটিএম মাসুদ চৌধুরী ও রোজি বেগম।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আবুল কালাম ও হৈমন্তী শুক্লা সাহা। এছাড়াও বৃত্তি বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল আজিম সামিয়ান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি হিসেবে নগদ ১২ হাজার টাকা, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও লেখাপড়ায় উৎসাহিত করতে বৃত্তি বিতরণের বিকল্প নেই। অনেক শিক্ষার্থীরা টাকার অভাবে লেখাপড়া করতে না পেরে প্রতিনিয়ত ঝরে পড়ছে। তাদেরকে উৎসাহিত করতে বৃত্তি প্রদান করা সময় উপযোগী উদ্যোগে। তিনি শিক্ষার্থীদের যত্নবান হয়ে লেখাপড়ার আহবান জানিয়ে বলেন, তোমরাই আগামীতে এদেশের কর্ণধার। সে লক্ষ্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, শিক্ষার প্রদীপ জ্বালিয়ে মনির আহমদ একাডেমি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো উৎসাহিত ও মনোযোগী করতে তাঁর ছেলের নামে বৃত্তি বিতরণ করা নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তারা এই শিক্ষানুরাগী পরিবারের মত সমাজের দানশীল ব্যক্তিগণকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।