জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হযরত ক্বারী মাওলানা আব্দুল লতিফ খাদিমানী (রহ.)-এর ২৯তম ঈসালে সওয়াব মাহফিল ১৫ নভেম্বর শনিবার বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত জকিগঞ্জ থানাবাজার মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন খতম, খতমে খাজেগান শরীফ, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মুসলিম উম্মাহসহ মরহুম হযরত ক্বারী আব্দুল লতিফ খাদিমানী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, “ইসালে সওয়াবের গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদীসে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। পিতা-মাতার মৃত্যুর পর সন্তানদের কর্তব্য হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত, দোয়া এবং দান-সদকা করে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে আবেদন জানানো।” তিনি আরও বলেন, “হযরত আব্দুল লতিফ খাদিমানী (রহ.) ছিলেন একজন পরহেজগার, ত্যাগী ও একাগ্রচিত্তে দ্বীনি সেবায় আত্মনিয়োগকারী আলেম। তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান আজও দ্বীনের আলো ছড়াচ্ছে।”

 

বিশেষ অতিথির বয়ান পেশ করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাদিকুর রহমান খাদিমানী এবং মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আলী হোসেন। তাঁরা বলেন, “এই মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে ক্বারী মাওলানা আব্দুল লতিফ খাদিমানী (রহ.)-এর যে শ্রম ও ত্যাগ রয়েছে তা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।”

 

সভাপতিত্ব করেন থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মোঃ শিহাব উদ্দিন খাদিমানী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুল হান্নান ও শামসুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ নাজমুল ইসলাম।

 

বক্তারা বলেন, পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, উস্তাদদের সম্মান ও নবীজির আদর্শে জীবন গড়ে তোলাই একজন মুমিনের দায়িত্ব। হযরত ক্বারী মাওলানা আব্দুল লতিফ খাদিমানী (রহ.) ছিলেন সেই আদর্শের প্রতিচ্ছবি, যিনি শুধুমাত্র একজন আলেমই ছিলেন না, ছিলেন একজন নীরব সমাজ সংস্কারক।

 

অনুষ্ঠানে শতাধিক ছাত্র, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আলেম সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থেকে মাহফিলের পরিবেশকে সমৃদ্ধ করেন। তাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল এক হৃদয়ছোঁয়া, আধ্যাত্মিক ও শিক্ষনীয় মিলনমেলা।