বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ বছরের জন্য বাদাঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহমদ আলীকে সভাপতি ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীকে সচিব এবং ছুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল খালিক, মোঃ শতক আলী, মো: মাহবুবুল হক, মোঃ ইসলাম উদ্দিন, মোহাম্মদ জাহের আলী, মো. আব্দুল মুনিম, মুমিনুর রশিদ, আব্দুল আহাদ, সুশীল চন্দ্র নাথ, অতিরিক্ত সচিব রিপন সূত্রধর, যুগ্ম সচিব ফয়ছল আহমদ, হোমন আহমদ চৌধুরী, শাহ মো. হাকিম আহমদ, মো: এনামুল হক, জাফর ইকবাল, তথ্য সচিব মো: নাজমুল হোসেন, যুগ্ন তথ্য সচিব অজিত চন্দ্র দেব, আইন বিষয়ক সচিব মোহাম্মদ আতাউর রহমান, যুগ্ম আইন বিষয়ক সচিব মোঃ ফখর উদ্দিন, ক্রীড়া বিষয়ক সচিব মো: হেলাল উদ্দিন, যুগ্ম ক্রীড়া বিষয়ক সচিব অসীম রঞ্জন তালুকদার।

উল্লেখ্য, শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি