স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে দৈনিক খবরপত্র পত্রিকার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) শহরের এক আভিজাত্য রেষ্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার শ. ই. সরকার। এসময় উপস্থিত ছিলেন সদর প্রতিনিধি মোঃ জুনেদ আবেদীন, কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাসিত, বড়লেখা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান,রাজনগর প্রতিনিধি সাইদুর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী।

সভায় প্রতিনিধিদের কর্মপরিকল্পনা, রিপোর্টিং মান উন্নয়ন এবং মাঠ পর্যায়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়।

 

সভাপতি তার বক্তব্যে বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পাঠকের নিকট খবরপত্র আরও জনপ্রিয় হয়ে উঠছে।

 

প্রতিনিধিরা তাদের বক্তব্যে মাঠ পর্যায়ে প্রতিবন্ধকতা, তথ্য সংগ্রহে চ্যালেঞ্জ এবং পাঠকের চাহিদা নিয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।