সিলেট :জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী শাহ মো: ফয়ছল চৌধুরী’র প্রতিষ্ঠিত ‘শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট’ এক যুগে পদার্পণ উপলক্ষে জমকালো আয়োজনে জকিগঞ্জে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগ পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী সভাপতিত্ব করেন। ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদের সঞ্চালনায়, পবিত্র কুরআন তেলাওয়াত এবং ট্রাস্টের সচিব ডা: ছাদিক আহমদ তাপাদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে ইসলামি সংগীত পরিবেশন করে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের শিক্ষার্থী ফখরুদ্দিন আহমদ মাহী।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

​বক্তারা ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহ মো: ফয়ছল চৌধুরী সম্পর্কে ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজে অনেক সম্পদশালী ব্যক্তি আছেন, কিন্তু ফয়ছল চৌধুরীর মতো মানবিক মানুষ বিরল। তিনি প্রবাস জীবনের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে এই ট্রাস্ট গঠন করে সমাজের অবহেলিত এবং মেধাবী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাচ্ছেন।

​বক্তারা আরও উল্লেখ করেন, বারহাল ইউনিয়নের শিক্ষার্থীদের উন্নত স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র প্রদানের এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে মানবিক ফয়ছল চৌধুরীর মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদ, বারহাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট রওশন আরা বেগমসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদ ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ।

 

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন। পাশাপাশি, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর পক্ষ থেকে আগত সকল অতিথিদেরকে উত্তরীয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।