জৈন্তাপুরে চিকিৎসা সেবায় নতুন দিগন্ত চালু হলো দরবস্ত মেডিকেল সেন্টার
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটর সীমান্ত জনপদের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও চিকিৎসার উন্নত একঝক তরুণ ডাক্তারদের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে দরবস্ত মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩ টায় দরবস্ত বাজারের সাবেক পুবালি ব্যাংক শাখা, বর্তমান দরবস্ত মেডিকেল মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্ভোদন পরবর্তী আলোচনা সভা।
সভায় দরবস্ত মেডিকেল সেন্টারের কার্ডিওলজিস্ট ডাক্তার আজমল মোঃ তানভীর চৌধুরী সঞ্চালনায় কার্ডিওলজিস্ট ডাক্তার শরিফ উদ্দিনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য প্রদান রাখেন ৩ নং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ সদস্য মুসলিম আলী, পুবালি ব্যাংক মার্কেটের সূত্র সত্ত্বাধিকারী মাসুমা বেগম, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মাসুক উদ্দিন জুম্মা,জাকির হোসেন,এজাজ উদ্দিন সানি,আফতাব উদ্দিন, ফোয়াদ আহমদ, তৌহিদা আক্তার, হাবিবুর রহমান,রেদোয়ান নাসির,স্বপন আহমদ,তানভীর হাসান,এ এ মাহমুদ, আলকাছ মাহমুদ, আনোয়ার হোসেন কয়েছ,আশফাক আহমদ,শাহ আলম, হাসান অনিক,জোহরা আক্তার,মাসুদ আমান,জুয়েল আহমদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হারিছ উদ্দিন, আব্দুল হামিন,ডাক্তার হারুন আহমদ,দরবস্ত বাজার ব্যাবসায়ী কমিটির সহ সভাপতি শাকিল আহমদ, সাবেক ছাত্রনেতা আমিন আহমদ,মরম আলী, ইসমত আলী, উপজেলা যুবদল নেতা নুরুল হক, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুবদল নেতা শরিফ আহমদ,ইউনিয়ন শ্রমিকদল সাধারণ সম্পাদক মঙ্গল আহমদ,যুবদল নেতা শাহরিয়ারসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে এই অঞ্চলেরর মানুষের , স্বাস্থ্যসেবা নিশ্চিতে তার এই আয়োজন এবং চিকিৎসা সেবা নিশ্চিত ও মান উন্নয়নের জন্য কার্যকর পরিকল্পনার, কথা জানান তরুণ এই উদ্যোক্তারা। রোগীর চাহিদা ও সুবিধার উপর গুরুত্ব দিয়ে পরবর্তীতে আওর বড় পরিসরে হাসপাতাল করার আশাও ব্যক্ত করা হয়। এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করাসহ সবধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা চেষ্টা চালিয়ে যাবেন।
এই মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসা সেবাসহ প্রতিদিন রোগী দেখবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।